মাদারীপুরের শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে বড় ফেরি ও বড় লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে এখনো ছোট নৌযানগুলো ঘাট এলাকা ছেড়ে যায়নি।কাওড়াকান্দি ফেরিঘাটের বিআইডব্লিউটিসি’র ব্যবস্থাপক আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে রোববার সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় সকাল ১০টার দিকে এ রুটের ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে বিকেল সাড়ে ৪টা থেকে বড় ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়। নাসিরুল হক/এফএ/এবিএস