বিনোদন

বাপ্পি-আঁচলের `আজব প্রেম`

চলচ্চিত্রে নতুন জুটি হিসেবে বাপ্পি-আঁচল নিজেদের জায়গাটা একটু একটু করে পাকাপোক্ত করে নিচ্ছেন। তারই ধারাবাহিকতায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত `আজব প্রেম` শিরোনামের একটি ছবিতে  জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তারা। এ প্রসঙ্গে সুমন বলেন, এর আগে আমার নির্মিত বাপ্পি-আঁচলের `জটিল প্রেম` ছবিটি দর্শকরা বেশ ভালোভাবে গ্রহণ করেছেন। সেই সফলতার ধারাবাহিকতায় তাদের নিয়ে `আজব প্রেম` তৈরি করেছি। আশা করি, এটিও দর্শকদের ভালো লাগবে। রোমান্টিক ও কমেডি ধাঁচের এ ছবিটি ২০ জানুয়ারি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। খুব শিগগিরই ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন সুমন।এইচএন