পাহাড়ী ঢলে উজান থেকে নেমে আসা পানিতে খাগড়াছড়ি জেলা সদরে বন্য দেখা দিয়েছে। আকস্মিক এ বন্যায় খাগড়াছড়ির অন্ততঃ ৯টি গ্রামের সহস্রাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। জেলা সদরের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে পানি বন্দি শতাধিক পরিবার। এদিকে, বন্যা পরিস্থিতি মোকাবেলায় মাঠে নেমেছে জেলা প্রশাসনসহ সেনা বাহিনী।খাগড়াছড়ি জেলা শহরের মুসলিমপাড়া, শান্তিনগর, শব্দমিয়াা পাড়া, বাঙাল ঘাটি, দক্ষিণ গঞ্জপাড়া, গঞ্জপাড়া, মেহেদিবাগ ও সবজি বাজার এলাকা পানির নীচে। এসব এলাকার পানি বন্দি হয়ে পড়েছে সহস্রাধিক পরিবার। এদিকে, চেঙ্গী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ফলে বন্যা পরিস্থিতি আরো অবনতির আশঙ্কা করছে স্থানীয়রা। খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহবুব-উল-আলম ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তারা ক্ষতিগ্রস্থদের সাহায্যের আশ্বাস দেন।মুজিবুর রহমান ভুইয়া/আরএস