দেশজুড়ে

গাইবান্ধায় আগুনে ১৫ দোকান পুড়ে ছাই

গাইবান্ধা শহরের ডিবি রোডের এক নম্বর ট্রাফিক মোড় সংলগ্ন অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সাভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কালো ধোঁয়ায় পুরো এলাকা ছেয়ে যায়। পরবর্তীতে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।  এ সময় ব্যবসায়ীরা তাদের মালামাল বের করার চেষ্টা করেন।আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও সাবেক পৌর কাউন্সিলর মো. আবদুল হাই জানান, সকালে রেলগেট এলাকার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।আগুনে তার মোটরসাইকেলের টায়ারের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সাভিসের কর্মীরা দেরি করে ঘটনাস্থলে আসায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। এতে তার প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুর রহমান জানান, খবর পেয়ে ফায়র সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।অমিত দাশ/এসএস/এমএস