নড়াইলে অভিযান চালিয়ে জামায়াতের ৩ কর্মীসহ ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্তু জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, সদর থানা পুলিশ জিহাদি বইসহ ৩ জামায়াত কর্মীসহ ৫ জন, লোহাগড়া থানা পুলিশ ৬ জন, কালিয়া থানা পুলিশ ৩ জন ও নড়াগাতি থানা পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতার মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।হাফিজুল নিলু/এসএস/এমএস