খেলাধুলা

রিয়ালের জার্সি গায়ে ওদেগার্দ

মাত্র ১৬ বছর বয়সেই ভবিষ্যতে সুপারস্টার হওয়ার সব লক্ষণই প্রকাশ পেয়েছে মার্টিন ওদেগার্দের খেলায়। তাই তো নরওয়ের এই কিশোর ফুটবলারকে দলে টানতে প্রতিযোগিতায় নেমেছিল রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনালের মতো বিশ্বসেরা ক্লাবগুলো। শেষ অবধি এই লড়াইয়ে জয় হয়েছে রিয়াল মাদ্রিদেরই। আনুষ্ঠানিকভাবে রিয়ালের জার্সি গায়ে তুলেছে ওদেগার্দ। বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে মার্টিন ওদেগার্দকে হাজির করেছে রিয়াল মাদ্রিদ।রিয়ালের পক্ষ থেকে জানানো হয়েছে, রিয়াল মাদ্রিদ-ওদেগার্দ চুক্তির মূল্য ২.৩ মিলিয়ন পাউন্ড। চুক্তি অনুযায়ী প্রতি সপ্তাহে ৮০ হাজার পাউন্ড পারিশ্রমিক পাবে মার্টিন ওদেগার্দ। রিয়ালের মূল দলে তার সুযোগ মিলবে কিনা তা সমেয়েই জানা যাবে। আপাতত রিয়ালের বি টিমে খেলবে নরওয়ের এই ‘বিস্ময় বালক’, বিশ্বকাপজয়ী সাবেব ফরাসি অধিনায়ক জিনেদিন জিদানের তত্ত্বাবধানে। ওদেগার্দ জানিয়েছেন, জিদানের কোচিংয়ে খেলতে পারবেন এই চিন্তাটাই মূলত রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার বিষয়ে তাকে উদ্বুদ্ধ করেছে।