দেশজুড়ে

বান্দরবানে ২৪ ঘণ্টার জন্য সিএনজি-মাহেন্দ্র চলাচল বন্ধ

মাহেন্দ্র চালকের উপর হামলা ও সন্ত্রাসীদের অব্যাহত চাঁদাবাজীর প্রতিবাদে বান্দরবানে ২৪ ঘণ্টার জন্য সিএনজি ও মাহেন্দ্র গাড়ি চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বান্দরবান সিএনজি-মাহেন্দ্র মালিক সমিতি।সোমবার দুপুরে বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে থেকে এ ঘোষণা দেন নেতারা।বান্দরবান সিএনজি-মাহেন্দ্র মালিক সমিতির সভাপতি মো. হোসেন জানান, কয়েকদিন আগে পাহাড়ের সন্ত্রাসীরা সমিতি থেকে বাৎসরিক চাঁদা এক লাখ নব্বই হাজার টাকা দাবি করে। এ সময় সমিতির সিএনজি মালিকরা সন্ত্রাসীদের চাঁদা দিতে অস্বীকৃতি জানায়।তিনি আরো জানান, সোমবার দুপুরে সারে ১২টার দিকে উজি-হেডম্যান পাড়ায় যাওয়ার সময় পাহাড়ি সন্ত্রাসীরা একটি সিএনজিকে গতিরোধ করে চালককে মারধর করে। পরে মোবাইল ফোনে সমিতিকে চাঁদা দিয়ে সিএনজি ছাড়িয়ে নিতে বলেছে।এ অবস্থায় চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে সোমবার দুপুর ১টা থেকে মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত বান্দরবান সদরের সব সড়কে সিএনজি ও মাহেন্দ্র গাড়ি চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় সমিতি। এ ছাড়া ২৪ ঘণ্টার মধ্যে চাঁদাবাজদের গ্রেফতার করা না হলে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সিএনজি-মাহেন্দ্র মালিক সমিতির সভাপতি মো. হোসেন।এদিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সিএনজিটি উদ্ধারের জন্য তৎপরতা অব্যাহত রেখেছে বলেও জানান তিনি। সৈকত দাশ/এএম/পিআর