দেশজুড়ে

চুয়াডাঙ্গায় ২১টি ইয়ার রাইফেল উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুরে ক্যাভার্ড ভ্যানসহ ২১টি এয়ার রাইফেল উদ্ধার করেছে পুলিশ। তারা জানায়, প্রতিটির অস্ত্রের আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা হতে পারে।বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বিশেষ অভিযান চালিয়ে কুঠিরপাড়া খোড়ার মাঠ থেকে এ অস্ত্র গুলো উদ্ধার করে পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন দামুড়হুদা মডেল থানার এসআই অচিন্ত কুমার পাল। অচিন্ত কুমার পাল জানান, অবরোধে মহাসড়কে নাশকতার আশঙ্কায় লোকনাথপুরস্থ ফায়ার সার্ভিসের কাছাকাছি তিনি ডিউটিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাত দেড়টার দিকে চুয়াডাঙ্গাগামী একটি সাদা রঙের কাভার্ডভ্যানের গতিরোধ করার চেষ্টা করেন তিনি। কাভার্ডভ্যান পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশও তাদের পিছু ধাওয়া করে। এক পর্যায়ে কুটিরপাড়ার খোড়ার মাঠ নামকস্থানে কাদায় আটকে গেলে ভ্যানটি ফেলে সবাই পালিয়ে যায়।দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান বলেন, `অস্ত্রগুলো ভারতে তৈরী। এগুলো লেন্সযুক্ত অত্যাধুনিক এয়ার রাইফেল বা এয়ারগান। যার প্রতিটির আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা হতে পারে।` পুলিশের ধারণা, অস্ত্র চোরাচালানিরা অবৈধপথে জীবননগর সীমান্ত দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল।