পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি শিগগিরই প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন মুসলিম লিগে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। সিন্ধু প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী আরবাব গোলাম রহিম গতকাল এ মন্তব্য করেছেন। প্রাদেশিক পরিষদের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। খবর ডন নিউজ।এসময় আরবাব পাকিস্তান মুসলিম লিগ-ফাংশনাল (পিএমএল-এফ) প্রধান পীর পাগারা’র এ সংক্রান্ত বক্তব্যও স্মরণ করিয়ে দেন। এর আগে পীর পাগারা বলেছিলেন, বিলাওয়াল তাদের ঐতিহ্যবাহী দল ত্যাগ করতে যাচ্ছেন।পিপিপি’র দুই শীর্ষ নেতা আসিফ আলী জারদারি ও বিলাওয়াল ভুট্টোর মধ্যে ব্যাপক মতবিরোধ চলছে বলে জানা গেছে। এ পরিস্থিতিতে বিলাওয়ালের দল ছাড়ার আশঙ্কার কথা জানালেন আরবাব। ক্ষমতাসীন মুসলিম লীগ-নওয়াজের প্রতি পিপিপি’র সমর্থনের বিষয়ে বাবা-ছেলের সম্পর্কে ব্যাপক টানাপড়েন চলছে।তবে সিন্ধু প্রদেশের তথ্যমন্ত্রী শারজিল মেমন বলেছেন, আরবাব গোলাম রহিম সুস্পষ্ট অবস্থান গ্রহণ করার মতো ব্যক্তি নন। তবে এ নিয়ে কোনও মন্তব্য করেনি বিলাওয়াল কিংবা পিপিপি। -এএইচ
Advertisement