সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের মৃত্যুতে দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শোক জানাতে শনিবার রাষ্ট্রপতি আবদুল হামিদ সৌদি আরবে যাচ্ছেন। একই সঙ্গে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা এ তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসাবে শনিবার সারা দেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একইসঙ্গে ধর্মীয় উপাসনালয়ে দোয়ার আয়োজন করা হবে। তবে অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চলবে। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে অসুস্থ সৌদি বাদশাহ আব্দুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে শুক্রবার ভোরে এক সরকারি ঘোষণায় জানানো হয়। সৎ ভাই বাদশাহ ফাহদের মৃত্যুর পর ২০০৫ সাল থেকে তিনি আরবের তেলসমৃদ্ধ এই দেশটি শাসন করে আসছিলেন। -এএইচ
Advertisement