দেশজুড়ে

রাজশাহীতে বাসে আগুন দেয়ার মামলার তদন্তভার ডিবিতে

রাজশাহীতে বাসে আগুন দেয়ার মামলার তদন্তভার ডিবিতে

রাজশাহীতে ঢাকাগামী যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছুঁড়ে আগুন দেয়ার মামলার তদন্তভার রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখাকে দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে মামলার নথিপত্র ডিবিতে হস্তান্তর করা হয়। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও নগর ডিবির সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।   ওই মামলায় বিএনপির যুগ্মমহাসচিব মিজানুর রহমান মিনু, দলটির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং নগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন ২৯ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে।ঘটনার পরদিন মঙ্গলবার নগরীর বোয়ালিয়া মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের  করে। ওই মামলায় আসামি করা হয় অজ্ঞাত আরো ৫০ থেকে ৬০ জনকে। গত সোমবার মধ্যরাতে নগরীর রেশম ভবনের সামনের সড়কে ঢাকাগামী ওই যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছুঁড়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হন আম্বিয়া বেগম নামের এক নারী বাসযাত্রী। বর্তমানে ওই নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তিনি তার স্বামীর সঙ্গে জরুরী প্রয়োজনে ঢাকায় যাচ্ছিলেন। ওই ঘটনায় আতঙ্কে লাফিয়ে পড়ে আহত হন আরো দুই জন। এমএএস

Advertisement