দেশজুড়ে

মাগুরায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

মাগুরায় আড়পাড়া ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে শালিখা উপজেলার আড়পাড়া ডিগ্রি কলেজের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভের সময় রাস্তার দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে। পরে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমিন উদ্দিন ছাত্র-ছাত্রীদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাস বর্জনসহ কোনো পরীক্ষায় অংশগ্রহণ করবে না বলে ঘোষণা দেন।

কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান সংবাদ সম্মেলন করে জানান, প্রায় ২১ বছর যাবত কলেজটি সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। ৪টি বিষয়ে অনার্স কোর্সসহ স্নাতক (পাস) কোর্সে প্রায় দুই হাজার ছাত্র-ছাত্রী এ কলেজে লেখাপড়া করছে। তিনি অবিলম্বে এ কলেজকে জাতীয়করণ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। এসময় কালেজের শিক্ষক, কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।আরাফাত হোসেন/এফএ/আরআইপি