দেশজুড়ে

বগুড়ায় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গ্রেফতার ৬

বগুড়ার গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২টি নাইন এমএম বিদেশি পিস্তল, ২৫ রাউন্ড গুলি ও ধারালো অস্ত্রসহ ৫ সন্ত্রাসী এবং ১ হাজার পিস ইয়াবাসহ চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোরে অভিযানের পর দুপুরে প্রেসব্রিফিংএ এই তথ্য জানানো হয়।গ্রেফতাররা হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলার রিয়াজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৮), মোহাম্মাদ আলীর ছেলে রশেদ আলী (৩০), আনিছ আলীর ছেলে আতাউর রহমান (৩০), সোলায়মান ফকিরের ছেলে মানিক মিয়া (৩৬), ওয়েজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩০) ও খুলনার দিঘলিয়া থানার সেনহাটি গ্রামের কাজি রফি উদ্দিনের ছেলে আকবর ওরফে বেটে আকবর (৪৪)। এসময় এদের কাছে থেকে ইতালির তৈরি ২টি নাইন এমএম পিস্তল, ৩টি পিস্তলের ম্যাগজিন, ২৩ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি ও ৫টি চাপাতি পাওয়া যায়।বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার মাসিন্দা মিয়াপাড়া এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে এই ৫ সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করে। এরা বড় ধরনের কোনো ঘটনা ঘটানোর জন্য সশস্ত্র অবস্থায় সেখানে জড়ো হয়েছিলো। বিষয়টি তদন্ত করে উদঘাটন করতে এদেরকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। এদিকে গোয়েন্দা পুলিশ পৃথক আরো একটি অভিযান চালিয়ে শহরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকায় মহাসড়কের পাশ থেকে এক হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আকবর ওরফে বেটে আকবরকে গ্রেফতার করেছে।গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে, বেটে আকবর একজন ডাকাত ও অস্ত্র ব্যবসায়ী। চট্টগ্রাম মেট্রোপলিটন ও পাঁচলাইশ মডেল থানায় তার বিরুদ্ধে ৪টি অস্ত্র আইনে ও ১টি ডাকাতি মামলা রয়েছে। বর্তমানে সে ছদ্মবেশে বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ইয়াবা সরবরাহ করে। পুলিশ তার সঙ্গে সম্পৃক্ত অন্যান্য ব্যবসায়ীদের পরিচয় জানার চেষ্টা করছে।এফএ/এমএস