খেলাধুলা

তৃতীয় রাউন্ড থেকে ফেদেরারের বিদায়

অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে প্রথম অঘটনের জন্ম দিলেন ১৭টি গ্রান্ডস্লামের মালিক রজার ফেদেরার। শুক্রবার তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন এই সুইস তারকা।রড লেভার অ্যারেনায় প্রায় তিন ঘন্টার এই ম্যাচে ৬-৪,৭-৬(৭/৫),৪-৬,৭-৬ (৭/৫) গেমে ফেদেরারকে পরাস্ত করেন রাঙ্কিং এ ৪৬তম অবস্থানে থাকা আন্দ্রেয়াস সেপ্পি।এর আগে দশবারের মোকাবেলায় ফেদেরারকে হারাতে পারেননি সেপ্পি। ২০০১ এর পর এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেন থেকে দ্রুত বিদায় নিলেন ফেদেরার।৩০ বছর বয়সী ইতালিয়ান টেনিস তারকা সেপ্পি বললেন,আমি কেবল নিজের খেলাটা খেলেছি। আর রজারের বিপক্ষে জেতায় বলব,জীবনের সেরা ম্যাচ ছিল এটা।এমআর