বিশ্বকাপ ক্রিকেটের এখনও বাকি ২০ দিন। তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে আজ রাতেই দেশ ছাড়ছেন মাশরাফিরা। সেখানে শিষ্যদের নিয়ে দুই সপ্তাহের অনুশীলন ক্যাম্প করবেন প্রধান কোচ হাথুরুসিংহে। আগামি ৯ ও ১৩ ফেব্রুয়ারি দুটি প্রস্তুতি ম্যাচে লড়বে বাংলাদেশ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান। পরের ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। ১৮ই ফেব্রুয়ারী আফগানিস্তানের সাথে ম্যাচ দিয়ে শুরু হবে মাশরাফিদের আসল বিশ্বকাপ মিশন। বাংলাদেশ বিশ্বকাপ দল আজ রাত ৯.০৫ মিনিটে ঢাকা ছাড়বে। সোমবার বাংলাদেশ সময় রাত ১২টা ৩০ মিনিটে ব্রিসবেনে পৌঁছার কথা বাংলাদেশ দলের। সাকিব আল হাসান অস্ট্রেলিয়াতেই রয়েছেন আর তামিম ইকবাল আজ যাচ্ছেন না। তিনি আগামীকাল সকাল ১০টায় অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন।বিশ্বকাপের জন্য হোম কন্ডিশনে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়েছিল ১২ জানুয়ারি। শেষ হয় ২২ জানুয়ারি। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তার শুভেচ্ছা পেয়েছেন ক্রিকেটাররা। এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক মাশরাফি মুর্তজা বিশ্বকাপে নিজেদের স্বপ্নের কথা জানিয়েছেন। দেশ ছাড়ার আগে ক্রিকেটাররাও নিজেদের ব্যক্তিগত লক্ষ্যের কথা বলেছেন। ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে সবাই নিজেদের সেরাটা দিতে প্রতিজ্ঞাবদ্ধ। কোচ জানিয়েছেন,কোয়ার্টার ফাইনালে উঠতে পারলেই তিনি খুশি হবেন। তবে কোয়ার্টার ফাইনালে উঠাও কঠিন বলে মনে করেন অধিনায়ক। এ সম্পর্কে মাশরাফি বলেন,সব দলকেই হারানো সম্ভব।এমআর