দেশজুড়ে

রাজশাহীতে বাস ও ট্রাকে আগুন

রাজশাহীতে আবারো বিজিবি ও পুলিশের নিরাপত্তায় যাওয়া বাস ও ট্রাকের গাড়িবহরে পেট্রোল বোমা হামলা চালিয়েছে শিবিরকর্মীরা। এতে যাত্রীবাহী একটি বাস ও দুইটি ট্রাক পুড়ে গেছে।শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মহানগরীর মতিহার থানার কাপাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রূপসি এন্টারপ্রাইজ নামে বাসটি আগুনে সম্পূর্ণ পুড়ে যায় ও ট্রাক দুইটির সামনের অংশ পুড়ে যায়।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, রাতে পুলিশ-বিজিবি ও র্যাবের পাহারায় কয়েকটি বাসসহ ৩৫-৪০টির গাড়িবহর ঢাকার উদেশ্যে রওনা হয়।নগরী থেকে ১০ কিলোমিটার দুরে কাপাশিয়া এলাকায় গাড়িবহর পৌঁছালে ছাত্রশিবির কর্মীরা দুটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে।খবর পেয়ে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই আগুনে বাসটি সম্পুর্ণ পুড়ে যায় ও ট্রাক দুইটির সামনে অংশ পুড়ে যায়।ওসি আলমগীর হোসেন জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার দুপুরে মহানগরীর দড়িখরবোনা ও বিকেলে কাশিয়াডাঙ্গা এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর পাহারায় যাওয়া গাড়িবহরে হামলা চালায় অবরোধকারীরা।বিএ