দেশজুড়ে

পলাশবাড়ীতে মালবাহী ট্রাকে আগুন

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অনির্দিষ্টকালের অবরোধ ও ছাত্র শিবিরের ডাকা অর্ধদিবস হরতাল চলাকালে জেলার পলাশবাড়ী উপজেলায় একটি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে অবরোধ ও হরতালকারীরা।গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মুচিরতেকানী) এলাকায় শনিবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, প্লাস্টিকের পাইপসহ বিভিন্ন সামগ্রী নিয়ে একটি ট্রাক ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিল। পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ট্রাকটি পৌঁছলে অবরোধ-হরতাল সমর্থকরা গতিরোধ করে। পরে তারা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, খবর পেয়ে সড়কে টহলরত পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, ট্রাকে আগুন দেওয়ার সঙ্গে সঙ্গেই ট্রাকের ড্রাইভার ও হেলপার বের হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।২০ দলের টানা অবরোধ চলাকালে নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে গাইবান্ধায় শনিবার আধাবেলা হরতাল আহবান করে জেলা ছাত্র শিবির।