এফএ কাপের চতুর্থ রাউন্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের চতুর্থ বিভাগের দল ক্যামব্রিজ ইউনাইটেডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। শুক্রবার ক্যামব্রিজ ইউনাইটেডের মাঠ অ্যাবেতে খেলে গিয়ে এই অঘটনের শিকার হয় ফন গলের দল।অবশ্য অঘটনের দিনে ভন গলকে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হত না,যদি না ক্যামব্রিজের গোলকিপার ক্রিস ডান সুপারম্যান হিসেবে আবির্ভূত না হতেন। রাদামেল ফ্যালকাও,অ্যাঞ্জেল ডি মারিয়াকে গোলবঞ্চিত করার পর বদলি খেলোয়াড় রবিন ভন পার্সিকেও হতাশা উপহার দেন এই গোলরক্ষক। ম্যাচ জয়ের পর ক্যামব্রিজ কোচ রিচার্ড মানি বলেন, এ অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করার নয়।এমআর