অর্থনীতি

হরতাল-অবরোধে সপ্তাহে কমেছে লেনদেন

হরতাল-অবরোধের প্রভাবে সপ্তাহের দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ৩০ দশমিক ৪২ শতাংশ। এ সময় মূল্য সূচকও কমেছে দেড়শ পয়েন্টের বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।বাজার সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক অস্থিরতার কারণে বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা লেনদেনে সক্রিয় ভুমিকা পালন করছে না একই সঙ্গে সাধারন বিনিয়োগকারীরাও আসছে না। ফলে দিনে দিনে লেনদেন কমছে শেয়ারবাজারে।বাজার বিশ্লেষণে দেখা গেছে, সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ১ হাজার ২৮৮ কোটি ৭৫ লাখ ৮৪ হাজার ১৭১ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৫২ কোটি ১৬ লাখ ২১ হাজার ৩৫৮ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থ্যাৎ এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৫৬৩ কোটি ৪০ লাখ টাকা বা ৩০ দশমিক ৪২ শতাংশ।  গত সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে চার কার্যদিবসই মূল্য সূচক কমেছে। বাকি এক কার্যদিবস সূচক সামান্য বেড়েছে। এসময় ডিএসইর ব্রড ইনডেক্স কমেছে ১৫৮ পয়েন্ট বা ৩ দশমিক ১৯ শতাংশ। আগের সপ্তাহ শেষে ডিএসইর ব্রড ইনডেক্স কমেছিল শূন্য দশমিক ২৫ শতাংশ বা ১২ পয়েন্ট।রোববার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪ হাজার ৯৫৬ পয়েন্টে নিয়ে সপ্তাহ শুরু করে যা সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে অবস্থান করে ৪ হাজার ৭৯৭ পয়েন্টে।শরিয়াহ সূচক সপ্তাহ শেষে ৩ দশমিক ২৪ শতাংশ বা ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৩৬ পয়েন্টে।আর ডিএসই-৩০ ইনডেক্স সপ্তাহ শেষে ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭৮ পয়েন্টে।গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৯৭ লাখ ৪৩ হাজার ৮৯৭টি। আগের সপ্তাহজুড়ে ডিএসইতে মোট শেয়ার লেনদেন হয়েছিল ৪৭ কোটি ২৮ লাখ ৫৮ হাজার ২৮৭টি। অর্থাৎ শেয়ারের হিসাবে লেনদেন কমেছে ২৩.৯২ শতাংশ বা ১১ কোটি ৩১ লাখ ১৪ হাজার ৩৯০টি।সপ্তাহজুড়ে গড়ে লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ২৭১টির, দর অপরিবর্তিত রয়েছে ১২টির এবং লেনদেন হয়নি ৪টি কোম্পানির শেয়ার।ডিএসইতে বাজার মূলধন কমেছে ৭ হাজার ৯৬৬ কোটি ৬৬ লাখ ৪৪ হাজার ৭৪৮ টাকা বা ২ দশমিক ৪১ শতাংশ। আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছিল ১ হাজার কোটি ৮৮ লাখ ৬৬ হাজার ৪৭৮ টাকা বা শূন্য দশমিক ৩৯ শতাংশ।সপ্তাহে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক কমেছে ২ দশমিক ৯৯ শতাংশ বা ২৭৫ পয়েন্ট। সপ্তাহ শেষে সিএসইর সিএসসিএক্স মূল্যসূচক অবস্থান করছে ৮ হাজার ৯২৪ পয়েন্টে। আগের সপ্তাহ শেষে অবস্থান করে ৯ হাজার ২০০ পয়েন্টে। এসময় সিএসইতে লেনদেন হওয়া ২৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ২২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ার দর। আর লেনদেন হয়েছে ১২৯ কোটি ১৫ লাখ টাকা।এসআই/এআরএস