জাতীয়

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান গ্রেফতার

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে রাজধানীর শনির আখড়ার এ কে ডিগ্রি কলেজ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।যাত্রাবাড়ী থানার ওসি অবণী শংকর গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন তবে বিএনপি সমর্থক পেশাজীবী এই নেতাকে আটকের সুনির্দিষ্ট কোনো কারণ জানানি।বিএনপি সমর্থক পেশাজীবী সংগঠন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের জোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন জানান, শনির আখড়ার এ কে ডিগ্রি কলেজ থেকে অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে পুলিশ তুলে নিয়ে যায়। সেলিম ভূঁইয়া তখন শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ছিলেন।জেইউ/আরএস