দেশজুড়ে

সাতক্ষীরা জেলা জামায়াত নেতাসহ গ্রেফতার ২

সাতক্ষীরা জেলা জামায়াতের শূরা সদস্য ও কলারোয়া উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা ওমর আলী এবং শিবির নেতা সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলারোয়া সদরের উপজেলা মোড় থেকে জেলা জামায়াত নেতাকে ও কয়লা বাজার থেকে শিবির নেতাকে আটক করা হয়। শিবির নেতা সাইফুল ইসলাম জালালাবাদ গ্রামের আতিয়ার রহমানের ছেলে।কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জাগো নিউজকে জানান, আটক জামায়াত ও শিবির নেতার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। আকরামুল ইসলাম/এআরএ/এবিএস