সাতক্ষীরার কালীগঞ্জে দুই দিনের ব্যবধানে সাপের কামড়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীকলা গ্রামে। বুধবার গভীর রাতে ছেলে আমিরুল ইসলাম নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে তার মৃত্যু হয়। আমিরুল কালিগঞ্জ উপজেলার শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানান, বুধবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় আমিরুল ইসলামকে একটি বিষাক্ত সাপ কামড় দিলে তার মৃত্যু হয়। এর দুইদিন আগে একইভাবে তার বাবা আনার গাজীরও মৃত্যু হয়েছে। একইভাবে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়েদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। আকরামুল ইসলাম/এফএ/আরআইপি