দেশজুড়ে

পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি

পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার চার বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের নির্বাচন কমিশনার ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সানিউল ফেরদৌস এই কমিটি ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনে বলা হয়, জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের ২৬ অনুচ্ছেদ অনুযায়ী অর্পিত ক্ষমতাবলে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার ২০১৬-২০২০ মেয়াদে ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। কমিটির বিভিন্ন পদের মধ্যে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে মো. তৌহিদুল ইসলাম, মির্জা নাজমুল ইসলাম কাজল, মেহেদি হাসান খান বাবলা ও আবু তোয়াবুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজু, যুগ্ম-সম্পাদক আব্দুল কাদের ও রাজিব হাসান, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান এবং নির্বাহী সদস্য পদে রেজাউল করিম রেজা, রেজাউল করিম শাহীন, আব্বাস আলী, হারুন-অর-রশিদ, এটিএম হাসানুজ্জামান পলাশ, মাহফুজার রহমান, আমিরুল ইসলাম, আফজাল হোসেন, আব্দুস সাত্তার, মোফাজ্জল হোসেন প্রধান আজাদ, কাজী জাহিদুর রহমান জাহিদ, আওরঙ্গজেব প্রধান, জহির আহম্মদ মৃধা ও আব্দুল্লাহ আল মামুন বাবু।সফিকুল আলম/এআরএ/পিআর