নোয়াখালী`র মাইজদীতে পৌরকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সামনে পণ্যবাহী একটি ট্রাকে পেট্রোলবোমা ছুঁড়েছে দুর্বৃত্তরা। রাত আটটার দিকে পুলিশ-পাহারায় পণ্যবাহী কয়েকটি ট্রাক, পিকআপ ভ্যান মাইজদী থেকে সোনাপুরের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তদের ছোঁড়া একটি পেট্রোলবোমা পণ্যবাহী একটি ট্রাকের সামনের অংশে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এসময় ট্রাকের চালক ও সহকারী ট্রাক থেকে দ্রুত নামতে গিয়ে সামান্য আহত হন। সুধারাম থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনার পরপরই ওই এলাকায় অভিযানে নামে পুলিশ। তবে এ পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে থানাসূত্রে জানা গেছে।