নওগাঁ সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সকাল সাতটায় এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।নওগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) জাকিরুল ইসলাম জানান, সকালে দুর্বত্তরা টিআর ট্রাভেলসের একটি গাড়িতে আগুন দিলে সেটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে।এছাড়া ডিপজল পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় এসআর ট্রাভেলসের একটি বাস ক্ষতিগ্রস্ত হয়।বিএ