সর্বশেষ বৈশাখী টিভির জন্য ‘আগডুম বাগডুম’ নামের নাটক নির্মাণ করেছিলেন চিত্রপরিচালক সাইফ চন্দন। সে প্রায় বছর তিনেক আগের কথা। নতুন খবর হলো আবারো নাটক নির্মাণে ফিরছেন এই তরুণ নির্মাতা। চলচ্চিত্রের ব্যস্ততা গুছিয়ে সম্প্রতি দুটি নাটক নির্মাণ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন চন্দন। এই দুটি নাটকই ঈদের বিশেষ ধারাবাহিক। নাটকগুলোর নাম চূড়ান্ত করা হয়েছে ‘অবুঝ মন’ ও ‘সবিনয় নিবেদন’। পিআর প্রোডাকশন ও টপ অব মাইন্ডের প্রযোজনায় নাটক দুটি যথাক্রমে দেশটিভি ও এশিয়ান টিভিতে প্রচার হবে। এগুলোতে চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় তারকারা অভিনয় করবেন বলে জানালেন নির্মাতা। এ প্রসঙ্গে সাইফ চন্দন বলেন, ‘চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে তিনটি বছর ও সেইসঙ্গে অনেক কিছুই হারিয়েছি। কিন্তু আর হারাতে চাইনা। তাইতো আবার নাটকে নিয়মিত হতে যাচ্ছি। ঈদের জন্য দুটি ধারাবাহিকের মধ্য দিয়েই আশা করছি নাটকের দর্শকদের কাছ থেকে গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনতে পারবো। চেষ্টা থাকবে ব্যতিক্রমী গল্পে পরিচ্ছন্ন নির্মাণ দিয়ে দর্শকদের মুগ্ধ করার।’একইসঙ্গে তিনি জাগো নিউজকে জানালেন, ঈদের পরপরই একটি মেগা ধারাবাহিক নাটকের শুটিং শুরু করতে যাচ্ছেন সাইফ চন্দন। প্রসঙ্গত, নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ‘জীবন যাপন’ ছোটগল্প নিয়ে নাটক নির্মাণের মধ্য দিয়ে ২০০৮ সালে নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেন সাইফ চন্দন। এরপর প্রায় ছয় বছরে একাধিক একক নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন। ২০১৪ সাল থেকে তিনি পুরোপুরি ব্যস্ত হয়ে পড়েন চলচ্চিত্র নির্মাণে। ‘ছেলেটি আবোল তাবল মেয়েটি পাগল পাগল’ ও ‘টার্গেট’ নামে দুটি ছবি নির্মাণও করেছেন। এরমধ্যে গতবছর মুক্তি পেয়েছে ‘ছেলেটি আবোল তাবল মেয়েটি পাগল পাগল’। আর ‘টার্গেট’ ছবিটি আগামী ঈদুল আজহার পরেই মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। ‘টার্গেট’ ছবিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, আইরিন, নীরব, অমৃতা, তানভীর, সানজিদা তন্ময়, ডন এবং মিশা সওদাগর প্রমুখ।এলএ/আরআইপি