খেলাধুলা

শারাপোভা শেষ আটে

অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটের খেলা নিশ্চিত করেছেন রাশিয়ান সুন্দরী মারিয়া শারাপোভা। চীনের তারকাকে ৬-৩, ৬-০ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন তিনি। বিশ্ব র্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা শারাপোভার বিপক্ষে প্রতিরোধ গড়তে পারেননি পেং।পরবর্তী রাউন্ডে শারাপোভা খেলবেন ইউগেনিয়ে বুচার্ডের বিপক্ষে। কানাডিয়ান তারকা বুচার্ড ৬-১, ৫-৭, ৬-২ গেমে হারিয়েছেন ইরিনা কামেলিয়া বেগুকে।এদিকে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছেন আরেক রাশান ইকাটেরিনা মাকারোভা। প্রতিযোগিতার দশম বাছাই ৬-৩, ৬-২ গেমে জয় পেয়েছেন জার্মান তারকা জুলিয়া জর্জেসের বিপক্ষে।এএইচ