দেশজুড়ে

শ্যামনগরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত শিশুটি মুন্সীগঞ্জ ইউনিয়নের ধানখালী গ্রামের মোস্তফা গাজীর মেয়ে তাহেরা খাতুন (৪)। এসময় শিশুর স্বজনরা দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. শম্পা রানী, ডা. শাকির আহম্মেদ ও বাবুর্চি আনোয়ারাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।শিশুর স্বজনরা জানান, কয়েকদিন আগে তাহেরা জ্বরে অসুস্থ হয়ে পড়ে। সুস্থ না হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন এবং স্যালাইন ও ইনজেকশন দেন। এর কিছুক্ষণ পরে তাহেরা বুকের ভিতর জ্বলে গেল পুড়ে গেল বলে চিৎকার করতে থাকে। একপর্যায়ে তাহেরার মৃত্যু হয়। ডাক্তারের ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তারা। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খান হাবিবুর রহমান জানান, হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর তাহেরার মৃত্যু হয়েছে। তার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে। ভুল চিকিৎসায় হয়নি। আকরামুল ইসলাম/এআরএ/এমএস