জাতীয়

রাজউকের পাশে এনেক্স টাওয়ারে আগুন

রাজধানীর বঙ্গবাজার এলাকায় রাজউক ভবনের পাশে এনেক্স ভবনের নিচতলা রওশন ট্রাভেলসে (এনেক্স টাওয়ার) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ৮টা ৩৩ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ইন্সপেক্টর ফরহাদুজ্জামান। আগুন লাগার খবরে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে তিনটি ইউনিট পাঠানো হয়েছে।তবে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিত জানাতে পারেন নি তিনি। সর্বশেষ ৮টা ৫৫ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলেও জানান তিনি।জেইউ/এমএএস