দেশজুড়ে

চুয়াডাঙ্গায় তেলের পাম্পে তিনটি বোমা হামলা

চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল হক বিশ্বাসের আলোকদিয়া বাজারের ‘বিশ্বাস ফিলিং স্টেশন’ তেলপাম্পে তিনটি বোমা হামলা করেছে দুর্বৃত্তরা।রোববার রাত সাড়ে ৮টার দিকে এ বোমা হামলার ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে, তেলপাম্পে কর্মরত শ্রমিক ও বাজারে থাকা লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।আসাদুল হক বিশ্বাস জানান, কে বা কারা তেলপাম্প লক্ষ্য করে প্রথমে একটি বোমা হামলা করে। বোমাটি বিস্ফোরিত হলেও শব্দ তেমন জোরালো ছিল না। প্রথম বোমা হামলার পরই পাম্পে থাকা শ্রমিকরা একত্রিত হয়ে হামলাকারিদের ধরার জন্য ধাওয়া করলে তারা শ্রমিকদের উদ্দেশ্যে দ্বিতীয় বোমাটি নিক্ষেপ করে। এটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এরপর আরো একটি বোমা হামলা করে।খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান মুন্সী একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে বোমার আলামত জব্দ করেন। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। এমএএস