দেশজুড়ে

মানিকছড়িতে বিদ্যুতের দাবিতে অফিস ঘেরাও

বিদ্যুতের ধারাবাহিক লোডশেডিং এর নামে গ্রাহক হয়রানির প্রতিবাদে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। তারা মানিকছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে বিক্ষোভ ও বিদ্যুৎ অফিস ঘেরাও করে। এসময় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকার পর পুলিশ ও নিরাপত্তা বাহিনীর চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী সেমাবার সকালের দিকে মানিকছড়ি, মহামুনি ও তিনটহরী বাজারের ব্যবসাীয়রা বিদ্যুতের দাবিতে রাস্তায় নেমে আসেন। এসময় তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন মানিকছড়ির বিদ্যুৎ গ্রাহকরা অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে। সপ্তাহে শনিবার ও সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ না থাকা এবং অন্যান্য সময়ে ২৪ ঘণ্টায় ১৬/১৭ ঘণ্টা লোডশেডিং যন্ত্রণার পাশাপাশি লো-ভোল্টেজ সমস্যায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। এছাড়া ভুয়া ও অবৈধ সংযোগের বিল ব্যবসায়ীদের ঘাড়ে চাপিয়ে দেওয়াসহ নানাভাবে হয়রানির শিকার হচ্ছে ব্যবসায়ীরা।সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ব্যবসায়ীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ ও বিদ্যুৎ অফিস ঘেরাও করে। এসময় বিদ্যুৎ কর্মকর্তার সীমাহীন দুর্নীতি ও গ্রাহক হয়রানির তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম, মো. আকতার হোসেন ভূইয়া, মো. কাউছার হামিদ প্রমূখ। সমাবেশের এক পর্যায়ে মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্রী কলেজ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়। পরে ব্যবসায়ী নেতৃবৃন্দ মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে খাগড়াছড়ি জেলা প্রশাসক বরাবর স্মাকরলিপি প্রদান করেন। এসময় জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ.রাজ্জাক উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এর আগে রামগড়েও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও ব্যাবসায়ীরা দুই দফা বিক্ষোভ মিছিল ও বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করে। মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এবিএস