বগুড়ার কাহালুতে বাবার হাতে মেয়ে সাদিয়া আকতার (১৪) খুন হয়েছে। সোমবার সকালের দিকে কাহালু উপজেলার মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া ওই গ্রামের শফিউল হাসানের মেয়ে। সে সদর উপজেলার তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের বাবা শফিউল হাসান খোকন পলাতক।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পার্শ্ববর্তী গ্রামের এক ছেলের সঙ্গে সম্প্রতি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সাদিয়ার। এ নিয়ে বাবা ও মেয়ের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে সাদিয়ার বাবা-মা তাদের পছন্দের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেন। সোমবার সকালে ওই সম্পর্ক নিয়ে সাদিয়ার সঙ্গে তার বাবার আবারো নতুন করে কোন্দলের সৃষ্টি হয়। একপর্যায়ে বাবা খোকন ক্ষিপ্ত হয়ে ভারি বস্তু দিয়ে মাথায় আঘাত করলে সাদিয়া ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরই খোকন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।কাহালু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের পাশ থেকে পাথরের ভারি শিল ও লাঠি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সাদিয়ার পরিবারের কেউ বাদী না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। নিহতের বাবাকে গ্রেফতারের চেষ্টা চলছে। লিমন বাসার/এফএ/এবিএস