দেশজুড়ে

বগুড়ায় ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত

নিজ দলের কর্মীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন ছাত্রলীগ নেতা বেনজির আহম্মেদ। তিনি বগুড়া সরকারি আযিযুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গভীর রাতে কলেজ ক্যাম্পাসের পিছনে জহুরুল নগর এলাকায় একটি ছাত্রাবাসে তিনি ছুরিকাহত হন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।জানা গেছে, জহুরুল নগর এলাকায় একটি ছাত্রবাসে থাকা নিয়ে ছাত্রলীগের কর্মীদের মাঝে বিরোধ দেখা দেয়। ওই বিরোধ মিটাতে সেখান যান বেনজির আহম্মেদ। এক পর্যায়ে ছাত্রলীগের কয়েকজন কর্মী বেনজিরের বাম পায়ে ছুরিকাঘাত করে। এসময় বেনজিরকে বাঁচাতে এগিয়ে আসলে একই কলেজের ছাত্রলীগ কর্মী নুরুন্নবীকেও ছুরিকাঘাত করা হয়। পরে অন্যান্য ছাত্ররা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফজলে ইলাহী জানান, এ ঘটনায় সোমবার বিকেল পর্যন্ত থানায় মামলা দায়ের করা হয়নি। অভ্যন্তরীণ ঘটনায় বেনজিরকে ছুরিকাঘাত করা হয়েছে।এআরএ/এবিএস