দেশজুড়ে

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে জেলে অপহৃত

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিনে নদীতে মাছ ধরার সময় মুক্তিপণের দাবিতে এক জেলেকে অপহরণ করেছে বনদস্যু জোনাব বাহিনী। অপহৃত রাশিদুল গাজী (২৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কেওড়াতলী গ্রামের দেলবার গাজীর ছেলে। সোমবার ভোরে সুন্দরবনে কচুখালী খাল এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। অপহৃতের চাচা আব্দুর রহমান জানান, সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনি স্টেশন থেকে অনুমতি নিয়ে রাশিদুল গাজী শুক্রবার সুন্দরবনে মাছ ধরতে যায়। কচুখালী মাছ ধরার সময় বনদস্যু জোনাব বাহিনীর পরিচয়ে সোমবার ভোরে তাকে অপহরণ করে। পরে তার মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করা হয়। সুন্দরবনের বুড়িগোয়ালিনি স্টেশন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। আকরামুল ইসলাম/এফএ/এবিএস