দেশজুড়ে

হাসপাতালের নির্মাণাধীন ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে  সাদেকুল (৩৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।নিহত সাদেকুল কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভুবিরচর গ্রামের মৃত মুসলেহ উদ্দিনের ছেলে।পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মেডিকেল কলেজের নির্মাণাধীন একটি ভবনে কাজ করছিলেন সাদেকুল। একপর্যায়ে ছয় তলার ছাদ থেকে পড়ে যান তিনি। আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নূর মোহাম্মদ/এফএ/এবিএস