দেশজুড়ে

রামগড়ে অজ্ঞাত রোগে আক্রান্ত ২৫ শিক্ষার্থী

খাগড়াছড়ির রামগড়ে অজ্ঞাত রোগে ২৫ শিক্ষার্থী আক্রান্ত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রামগড় গনিয়াতুল উলুম সিনিয়র মাদরাসায় এ ঘটনা ঘটে। আক্রান্ত শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।রামগড় গণিয়াতুল উলুম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মো. আবদুস সালাম নিজামী বলেন, দুপুর ১২টার দিকে হঠাৎ করেই এক ছাত্রী ক্লাস চলাকালে মাথা ঘুরে পরে যায়। এরপর তাকে সুস্থ করে তোলার আগেই বেলা ১টার দিকে একে একে অন্য শিক্ষার্থীরা অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে।  প্রাথমিক চিকিৎসা শেষে ৯ শিক্ষার্থী বাড়ি ফিরে গেলেও শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে। ঘটনার পরপরই রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন রামগড় উপজেলা চেয়ারম্যান মো. শহীদুল ইমলাম ভূঁইয়া, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আবদুল কাদের ও রামগড় পৌরসভার মেয়র কাজী শাহজাহান রিপন। এসময় তারা শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন। অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে পড়া শিক্ষার্থীদের সবাই ছাত্রী বলে জানিয়েছেন রামগড় গনিয়াতুল উলুম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মো. আবদুস সালাম নিজামী। রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রতন খীসা অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, mass psychogenic illness কারণে এ রোগ ছড়িয়ে থাকতে পারে। চিকিৎসায় তারা সুস্থ হয়ে উঠবে বলেও জানান তিনি।মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/এবিএস