নাটোরের গুরুদাসপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল খালেক মোল্লা ও লালপুর উপজেলা শিবিরের সভাপতি আমিরুল ইসলামসহ ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার গ্রেফতারের বিষয়টি স্বীকার করে জানান, জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায়কে কেন্দ্র করে যেন কোনো প্রকার নাশকতা ঘটাতে না পারে সে কারণে পুলিশ অভিযান চালায় জেলার বিভিন্ন স্থানে। অভিযানে গুরুদাসপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল খালেক মোল্লা ও লালপুর উপজেলা শিবিরের সভাপতি আমিরুল ইসলামসহ ৩৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। রেজাউল করিম রেজা/এআরএ/এবিএস