বগুড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীনের (জেএমবি) উত্তরাঞ্চলের সামরিক শাখার প্রধানসহ দুজন নিহতের ঘটনায় শেরপুর থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। মামলায় নিহত জঙ্গিদের আসামি করা হয়েছে। শেরপুর থানা পুলিশের এসআই এবাদ আলী বাদী হয়ে সোমবার রাতে মামলা তিনটি করেন। এদিকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত জঙ্গিদের মরদেহ নেয়ার জন্য কারো পরিবার থেকেই আবেদন করা হয়নি। বর্তমানে মরদেহ দুটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ জানায়, মামলায় বন্দুকযুদ্ধে নিহত জেএমবির উত্তরাঞ্চলের সামরিক শাখার কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হামিদপুর গ্রামের এনামুল হকের ছেলে খালিদ হাসান ওরফে বদর মামা (৩০) ও রাজশাহীর বোয়ালিয়া পাঠানপাড়ার গোলাম সবুরের ছেলে ইব্রাহিম গোলাম তারেক ওরফে রিপনের (২৯) নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো তিন-চারজনকে আসামি করা হয়েছে। শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের নামে হত্যা, অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।বগুড়া জেলা পুলিশের গণমাধ্যমের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজিউর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মরদেহগুলো নেয়ার জন্য কোনো পরিবার থেকে আবেদন করা হয়নি। উল্লেখ্য, গত সোমবার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম নলুয়াপাড়া মোড়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জেএমবির দুই জঙ্গি নিহত হয়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল এবং বেশকিছু গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এআরএ/আরআইপি