কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় গ্রেফতার আনোয়ার হোসেনের রিমান্ড বাতিল এবং ৭ দিনের মধ্যে অন্য জঙ্গিদের মুক্তি না দিলে জেলা ও দায়রা জজ কার্যালয়ে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা জজ মো. মাহবুব-উল ইসলামকে এক চিঠি পাঠিয়ে এই হুমকি দেয়া হয়। এদিকে, হুমকির পর তাৎক্ষণিকভাবে তার কার্যালয়ের নিরপাত্তা বাড়ানো হয়েছে। এ ঘটনায় কিশোরগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।ঘটনার পর সন্ধ্যায় জেলা প্রশাসক, জেল সুপার, পিপিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিজ কার্যালয়ে বৈঠক করেছেন জেলা জজ মাহবুব-উল-ইসলাম।জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. শাহ আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।জানা গেছে, বিকেলে জেলা জজ তার নামে আসা একটি চিঠি খুলে হুমকির বিষয়টি জানতে পারেন। ‘কালা মিয়া, মনিপুরঘাট, বত্রিশ, কিশোরগঞ্জ, নামে পাঠানো হাতে লেখা ওই চিঠিতে উল্লেখ করা হয়, ‘আনোয়ার হোসেনকে রিমান্ড বাতিল ও ৭ দিনের মধ্যে শোলাকিয়ার সকল ইসলামী নেতাদের মুক্তি দাও, অন্যথায় তোমার কার্যালয়ে বোমা ফোটানো হবে।`জেলা জজ কার্যালয় সূত্রে জানা গেছে, চিঠিটি সোমবার জজ কোর্টে এসে পৌঁছে। মঙ্গলবার চিঠি খোলার পর হুমকির বিষয়টি নজরে আসে।এ ঘটনায় জেলা জজ আদালতের নাজির মো. সেলিম চৌধুরী কিশোরগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (২০১০, তারিখ. ৩০-০৮-২০১৬) করেছেন।জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাড. শাহ আজিজুল হক জানান, চিঠি পাওয়ার পর জেলা জজ আদালত ও এর ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালতের মূল ফটকে পুলিশ মোতায়েন করা হয়েছে।নূর মোহাম্মদ/এআরএ/এবিএস