রাজনীতি

সুপ্রিমকোর্টে আইনজীবীদের পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ

হরতাল অবরোধের বিরুদ্ধে এবং পক্ষে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে সুপ্রিমকোরর্টের আইনজীবীরা। সোমবার সুপ্রিমকোর্ট চত্বরে আইনজীবীরা এ কর্মসূচি পালন করেন তারা।সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহবায়ক সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদার, এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, এডভোকেট আব্দুল মতিন খসরু, এডভোকেট লায়েকুজ্জামান মোল্লার নেতৃত্বে এ মিছিল-সমাবেশ করা হয়। মিছিল থেকে হরতালবিরোধী বিভিন্ন শ্লোগান দেয়া হয়।এদিকে অবরোধ ও হরতালের সমর্থনে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে মিছিল সমাবেশ করেছে। এ মিছিলে নেতৃত্ব দেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা এডভোকেট আবেদ রাজা, সুপ্রিমকোর্ট বারের সহ-সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম তালুকদার রাজা, এডভোকেট শরিফ ইউ আহমদ, এডভোকেট আরিফা জেসমিন নাহিন প্রমুখ।আরএস