দেশজুড়ে

থানচিতে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা নেই : জেলা প্রশাসক

বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটক যাতায়াতের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।বুধবার সকালে জেলা প্রশাসন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।তিনি বলেন, মঙ্গলবার দেশের কয়েকটি অনলাইন পোর্টালে নিরাপত্তাজনিত কারণে থানচিতে পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপ করার যে সংবাদ পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।এছাড়াও তিনি জঙ্গি-সন্ত্রাস নির্মূল এবং পর্যটন বিকাশ ও ডিজিটাল বাংলাদেশ নির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।সৈকত দাশ/এসএস/পিআর