দেশজুড়ে

চাঁদপুরে মসজিদের ইমামের মরদেহ উদ্ধার

চাঁদপুরের শাহরাস্তির একটি পুকুর থেকে মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক মসজিদের ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত মো. ফরহাদ হোসেন সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের দামরা কৃষ্ণপুর উত্তর পাড়া জামে মসজিদের ইমাম ছিলেন। তার বাড়ি উপজেলার দৈকামত গ্রামে। শাহরাস্তি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দিলদার আজাদ জাগো নিউজকে জানান, মঙ্গলবার ফজরের নামাজ পড়ে ইমাম মো. ফরহাদ হোসেন মুসল্লিদের সঙ্গে মসজিদ থেকে বের হন। এরপর তার কোনো খোঁজ মিলেনি। স্বজনরা বিভিন্ন স্থানে তার সন্ধান করেও খোঁজ পায়নি। রাতে মসজিদের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এ ব্যাপারে শাহরাস্তি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ইকরাম চৌধুরী/এএম/আরআইপি