দেশজুড়ে

পার্বত্য তিন জেলায় রোববার হরতাল

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবিতে তিন পার্বত্য জেলায় রোববার  সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়া হয়েছে।বুধবার বেলা ১১টার দিকে পার্বত্য গণপরিষদের অস্থায়ী কার্যালয়ে পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়ার সভাপতিত্বে আন্দোলনরত পাঁচ বাঙালি সংগঠনের এক জরুরি সভা থেকে এ হরতালের আহ্বান করা হয়। পার্বত্য গণপরিষদের মহাসচিব অ্যাড. মোহাম্মদ আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতাল আহ্বান করা হয়।পার্বত্য অঞ্চলের সমস্যা সমাধানে সরকার আন্তরিক নয় উল্লেখ করে বক্তরা বলেন, তারা এক চেটিয়া উপজাতিদের পক্ষে রায় দিয়ে আসছে। পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধনী) আইন-২০১৬ মন্ত্রীসভায় অনুমোদন দেয়া হয়েছে যেখানে বাঙালিদের পক্ষ থেকে একজন প্রতিনিধিও রাখা হয়নি। এই আইন বাস্তবায়নের মধ্যদিয়ে পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালিদের উচ্ছেদ করার জন্য গেরিলা নেতা সন্তু লারমাকে সকল ধরনের ক্ষমতা দেয়া হয়েছে বলে অভিমত প্রকাশ করে বক্তারা বলেন, সংশোধিত ভূমি কমিশন আইন কার্যকর হলে পার্বত্যাঞ্চলে তুমুল সংঘাতের সম্ভাবনা দেখা দিবে।  সভায় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম সমধিকার আন্দোলনের মো. মনিরুজ্জামান মনির, পার্বত্য গণপরিষদের মহাসচিব অ্যাড. মোহাম্মদ আলম খান, পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ আহম্মেদ রাজু, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ঢাকা মহানগর সভাপতি সাহাদাত ফরাজি সাকিব, পার্বত্য বাঙালি ছাত্রঐক্য পরিষদের ঢাকা মহানগর সভাপতি মো. সাইফুল ইসলাম খান ও পার্বত্য নাগরিক পরিষদের যুগ্ম-সম্পাদক মো. এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/এবিএস