পাবনা সদর উপজেলার আরিফপুরে ‘তাসমিম কসমেটিক্স’ নামে একটি কারখানা থেকে জব্দের পর প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভেজাল ও নকল প্রসাধনী সামগ্রী ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার দুপুরে ওই নকল কারখানায় অভিযান চালিয়ে এসব ভেজাল সামগ্রী ধ্বংস করা হয়। এসময় কারখানার মালিক শারমিন খানকে (৩৫) এক লাখ টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানা ইসলাম জানান, সদর উপজেলার আরিফপুর গ্রামের জনৈক বাবু প্রামাণিকের স্ত্রী শারমনি খান দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে ‘তাসমিম কসমেটিক্স’ নামের একটি কারখানায় নকল ও ভেজাল বিভিন্ন প্রসাধনী তৈরি এবং বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার বীনা রানী দাস ও সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানা ইসলাম।পরে বাড়ির একটি কক্ষ থেকে ১৪ ধরনের বিপুল পরিমাণ নকল প্রসাধনী, প্রসাধনী তৈরির কেমিকেল ও মোড়ক জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। এসময় নকল প্রসাধনী সামগ্রী তৈরি ও বাজারজাতের অভিযোগে কারখানার মালিক শারমিন খানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত প্রসাধনী সামগ্রী ধ্বংস করে ফেলা হয়। জামান/এফএ/পিআর