দেশজুড়ে

চাটমোহরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পাবনার চাটমোহরে বজ্রপাতে আক্কাস মন্ডল (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। মৃত আক্কাস উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের আলেপ মন্ডলের ছেলে।ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আফসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ির পাশে ডোবায় পাট ধোয়ার কাজ শেষে বাড়ি ফিরছিলেন কৃষক আক্কাস মন্ডল। এ সময় প্রচণ্ড বৃষ্টির মধ্যে তার উপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একে জামান/এএম/এমএস