দেশজুড়ে

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

টায়ারে আগুন, খণ্ড খণ্ড মিছিল ও পিকেটিংয়ে মধ্য দিয়ে খাগড়াছড়ির সর্বত্র সকাল-সন্ধ্যা হরতাল চলছে। পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক আহ্বানের প্রতিবাদে আন্দোলনরত পাটি সংগঠন এ হরতালের ডাক দেয়।হরতালকে ঘিরে সকাল থেকেই খাগড়াছড়ি জেলা সদরসহ বিভিন্ন উপজেলার হাট-বাজারে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে জেলা শহরে চলাচলকারী রিকশা ও টমটম।ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো পুলিশি পাহারায় খাগড়াছড়িতে প্রবেশ করতে দেখা গেছ। যান চলাচল বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে আসা স্কুল-কলেজ ও অফিসগামী লোকজনকে বাড়তি ভোগান্তিতে পড়তে হয়েছে।পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. মাঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক এসএম মাসুম রানার নেতৃত্বে খাগড়াছড়ি জেলা শহরের বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে, খণ্ড খণ্ড মিছিল করে হরতালের সমর্থনে পিকেটিং করতে দেখা গেছে। সকাল সাড়ে ১০টার মাটিরাঙ্গায় পিবিসিপি নেতা মো. জালাল আহমেদের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল করেছে বাঙালি ছাত্র পরিষদ। হরতালের সমর্থনে খাগড়াছড়ি জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় শান্তিপূর্ণভাবে পিকেটিংয়ের খবর নিশ্চিত করেছেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির জৈষ্ঠ্য সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. আবদুল মজিদ।হরতারকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ সতর্কাবস্থায় রয়েছে। যে কোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।রোববার সকাল ১০টায় রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে যোগ দিতে ইতোমধ্যে কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল হকসহ কমিশনের সদস্যরা রাঙামাটি পৌঁছেছেন। উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের প্রায় দুই বছর পর এটাই হবে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের পঞ্চম চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল হকের প্রথম বৈঠক। প্রসঙ্গত, গেল ১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ভেটিং সাপেক্ষে ‘পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন-২০১৬’ এর খসড়ার নীতিগতভাবে অনুমোদন দেয়া হয় এবং ৯ আগস্ট তা অধ্যাদেশ জারির মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করা হয়।মুজিবুর রহমান ভুইয়া/এসএস/পিআর