দেশজুড়ে

খোলপেটুয়া নদীর বাঁধে ভাঙন

সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। আশাশুনি ও শ্যামনগর উপজেলার সীমানা এলাকা পদ্মপুকুরের হরিষখালী এলাকায় এ ভাঙন দেখা দেয়। বাঁধটি সংস্কারের জন্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছে এলাকাবাসী।আশাশুনির প্রতাপনগর ইউনিয়ন চেয়ারম্যান শেখ জাকির হোসেন ও শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়ন চেয়ারম্যান এসএম আতাউর রহমান জানান, শুক্রবার রাতে বাঁধটি ভেঙে যাওয়ার পর স্থানীয় গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গাছের ডালপালা, বাঁশ দিয়ে বাঁধটি রক্ষার চেষ্টা করছেন। পানি উন্নয়ন বোর্ড বাঁধ রক্ষায় ব্যবস্থা না নিলে পদ্মপুকুর ও প্রতাপনগর ইউনিয়নের ১০টি গ্রাম পানিতে তলিয়ে যাবে। ক্ষতিগ্রস্ত হবে হাজারো মানুষ। আকরামুল ইসলাম/এসএস/এমএস