জাতীয়

ঈদে ফিটনেসবিহীন বাস-লঞ্চ বন্ধের আহ্বান

আসন্ন ঈদুল আজহায় ফিটনেসবিহীন বাস ও লঞ্চ বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রোববার সংগঠনটির কার্যালয়ে ঈদ উপলক্ষে গৃহীত কর্মসূচি সম্পর্কে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ প্রদানকালে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ আহ্বান জানান।তিনি বলেন, বিগত ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি ও সরকারের কঠোর নজরদারির কারণে দেশের যাত্রী সাধারণ অনেকটা স্বস্তিতে যাতায়াত করতে পারলেও ফিটনেসবিহীন যানবাহন ও মহাসড়কে নিষিদ্ধ থ্রি হুইলার, অটো-নছিমন-করিমনের কারণে অসংখ্য যাত্রীকে প্রাণ দিতে হয়েছে।এবার নৌপথে দুর্যোগপূর্ণ মৌসুম চলছে উল্লেখ করে মোজাম্মেল হক চৌধুরী বলেন, অতিরিক্ত পানির কারণে নৌপথের বয়া-সিগন্যাল বাতি মুছে গেছে। অনেক ঘাটের পন্টুন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নৌপথে যাতায়াতে ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ নৌযান নিষিদ্ধের পাশাপাশি অতিরিক্ত যাত্রী পরিবহন নিষিদ্ধ করতে হবে।তিনি আরো বলেন, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অনেক সড়ক-মহাসড়কে উঁচু-নিচু গর্তের সৃষ্টি হয়েছে, কিছু কিছু ব্রিজ-সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও অধিকাংশ সড়কে উন্নয়ন কর্মকাণ্ড চলমান থাকায় যানবাহনের গতি কমেছে। এ কারণে কোথাও কোথাও যানজটের সৃষ্টি হচ্ছে।ফলে দেশের প্রতিটি সড়কে সড়ক ও জনপথ অধিদফতরের মাধ্যমে সার্ভে করে এখনই যাতায়াত নির্বিঘ্ন করার পাশাপাশি সড়কে ফিটনেসবিহীন যানবাহন কঠোরভাবে নিষিদ্ধের দাবিও জানান তিনি।বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এম. মিলাদ উদ্দিন মুন্না, বাংলাদেশ উন্নয়ন সাংবাদিক সমিতির চেয়ারম্যান খায়রুল আমিন, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহিউদ্দীন আহম্মেদ প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।এএস/আরএস/এমএস