দেশজুড়ে

ব্যবসায়ীর ছুরিকাঘাতে ক্রেতার মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যবসায়ীর ছুরিকাঘাতে কাঞ্চন (২৫) নামে এক ক্রেতার মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের বেড়ি বাজারে এই ঘটনা ঘটে। নিহত কাঞ্চনের বাবা আলী আহাম্মদ জানান, দুপুরে বেড়ির বাজারের কাপড়ের দোকানদার জাফর ভূঁইয়ার ছেলে শিব্বিরের কাপড়ের দোকানে কাপড় কিনতে যায় কাঞ্চন। কাপড়ের দাম নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শিব্বির (২২) কাঞ্চনকে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এআরএ/এমএস