দেশজুড়ে

আত্রাইয়ে ট্রেন স্টেশনের দাবিতে রেলপথ অবরোধ

নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের বিরতির দাবিতে আবারো মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। রোববার আহসানগঞ্জ রেলওয়ে প্লাটফরমে সর্বস্তরের জনতার এ মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আত্রাইয়ে পৌঁছালে শত শত জনতা রেললাইন অবরোধ করায় চালক ট্রেন থামিয়ে দেন। প্রায় ১০ মিনিট পর্যন্ত অপেক্ষার পর ট্রেনটি আবার ছেড়ে যায়। আত্রাইয়ে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবি কার্যকর না হওয়া পর্যন্ত প্রতিদিন এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে স্থানীয়রা।  এদিকে আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের উপর দিয়ে প্রতিদিন ঢাকাগামী ৫টি আন্তঃনগর ট্রেন চলাচল করলেও মাত্র একটি ছাড়া ঢাকাগামী অন্য কোনো ট্রেনের বিরতি এখানে নেই। ফলে ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হয়। একইসঙ্গে রাজধানী ঢাকার সঙ্গে আত্রাইয়ের সরাসরি যোগাযোগের ক্ষেত্রে একমাত্র রেলপথ ছাড়া বিকল্প কোনো পথ নেই। তাই এ স্টেশনে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের বিরতি এলাকাবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে।স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, এই স্টেশনে নীলসাগর এক্সপ্রেস ট্রেন প্রতিদিন রাত ২টা ১৫ মিনিটে আসে এবং ৩৫টি আসন বরাদ্দ রয়েছে। এলাকাবাসী আন্তঃনগর অন্যান্য ট্রেন স্টেশনে থামার জন্য এবং আসন সংখ্যা বাড়ানোর জন্য আমাকে জানিয়েছেন। আমি বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষ পাকশী রেল কন্ট্রোল কর্মকর্তাকে জানিয়েছি।আব্বাস আলী/এএম/এবিএস